চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের সন্মানে শাহরাস্তি শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ঠাকুরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে ইফতারের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক কবির হোসেন, নাছির উদ্দীন ( পরিদর্শক)মাহফুজুর রহমান( পরিদর্শক), শাহরাস্তির ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের মার্কেটিং অফিসার মো: খোরশেদ আলম প্রমুখ।