লক্ষ্মীপুরে এক সাবেক জেলা যুবলীগ নেতা ও একজন সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে এ হামলা হয়।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন রাত ১০টা ৪০ মিনিটে জানান, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পরে তিনি মারা যান। তাদের দুইজনের মাথা ও মুখে গুলির আঘাত রয়েছে।