নোয়াখালী সদর উপজেলায় বিয়ে না করে প্রেমিকার গর্ভপাত ঘটানোর চেষ্টার অভিযোগে ডিপ্লোমা চিকিৎসক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা শহরের মাইজদী বাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকেলে প্রেমিকার করা ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত যুবক হাতিয়া উপজেলার একটি বাজারে নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। ঐ যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর শারীরিক সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভুক্তভোগী তরুণী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি। তিনি জানান, ৯৯৯ থেকে কল পেয়ে ঐ তরুণীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। পরে বাদীর লিখিত অভিযোগে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।