Header Border

ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

শাহরাস্তিতে শিক্ষার্থীদের নকল সরবরাহ করায় শিক্ষক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক প্রভাষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষক মিশু দে খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসির গণিত পরীক্ষায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে তাকে বহিষ্কার করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত।

কেন্দ্রসচিব ও শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক মিশু দে ১১৯ নম্বর কক্ষে শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করেন। যা পরবর্তীতে ওই কক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত শিক্ষক নকল সরবরাহের বিষয়টি স্বীকার করেন।’

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত বলেন, ‘১১৯ নম্বর কক্ষে ওই শিক্ষকের বিদ্যালয়ের ২৩ পরীক্ষার্থী গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের পাস করিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষার ৭ (গ) প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করেছেন তিনি। এতে কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বহিষ্কার করে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর-৯ ধারা মোতাবেক নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া তার এমপিও বাতিলের জন্য ম্যানেজিং কমিটির কাছে আমি চিঠি লিখবো।’

সূত্র,বাংলা ট্রিবিউন

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
কিশোরগঞ্জে তীব্র গরমে অসুস্থ ২৫ শিক্ষার্থী
জিপি-৫ পেল ২৪৬, শাহরাস্তিতে এসএসসি সমমানে পাশের হার ৮৬.১৮
চাঁদপুরে এসএসসি পরীক্ষায় শীর্ষে হাসান আলী বিদ্যালয়
৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
কিছুটা উন্নতি কুমিল্লা বোর্ডের, বেড়েছে জিপিএ-৫
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষাঙ্গন এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫