নিজস্ব প্রতিনিধি
বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের হাত ধরে এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পাবে, তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।
সোমবার রাজধানীর উত্তরখান থানাধীন শাহ কবির মাজার প্রাঙ্গণে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলে, আপনি যে গত ১৭ বছর ধরে কষ্ট করেছেন, তা এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। আমরা সেটা চাই না। বাংলাদেশে গত দেড় দশক ধরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেটা এক মুহূর্তের জন্য আপনারা ভুলবেন না।
আমিনুল হক বলেন, গত বছরের ২৮ অক্টোবর এর পূর্বে ও ২৮ অক্টোবরের পরবর্তীতে এবং গত ৫ আগস্ট পর্যন্ত কারা রাজপথে ছিলেন আর কারা ছিলেন না, আমরা কিন্তু সবাইকে চিনি। আর রাজপথে থেকে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন, তাদেরকে দল থেকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। আর যারা নামেমাত্র ছিলেন, তাদের দলে কোনো স্থান নেই।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি ত্যাগীদের বলতে চাই আপনাদের হারিয়ে যাবার কোনো সুযোগ নাই। কারণ আপনারা দলের পক্ষে, দেশের পক্ষে এদেশের সাধারণ মানুষের পক্ষে সাহসিকতার সঙ্গে রাজপথে আন্দোলন করছেন, আপনাদের সরানোর মতো ক্ষমতা কারো নেই।
কর্মশালায় ৩১ দফার বিভিন্ন দিকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। উত্তরখান থানা বিএনপি আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য রফিকুল ইসলাম খান (মেম্বার) এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বে), মো. আক্তার হোসেন ও আতাউর রহমান চেয়ারম্যান প্রমুখ।