Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

নদীকে নাব্যতা ও ডুবোচর মুক্ত করতে হবে…ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

চাঁদপুর প্রতিনিধি
জাটকা এবং মা ইলিশের পাশে, আমরা আছি প্রতিটি নিঃশ্বাসে” এ শ্লোগানকে হৃদয়ে ধারন করে চাঁদপুরে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের এ বছর ১৫ তম জাতীয় ইলিশ উৎসবের দ্বিতীয় দিন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অতিবাহিত হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহা পরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসেন।

তিনি বলেন, চাঁদপুরে চতুরঙ্গ অনেক দিন ধরে ইলিশ উৎসব করে আসছে। তাই চাঁদপুর ইলিশের জন্য ব্র্যান্ডিং হয়েছে। ইলিশ যেখানে বাস করে সেখানেই গবেষণা করা হয়। পদ্মার ইলিশ কেন নাই। ইলিশ হলো গভীর জলের মাছ। যদি নদীর নাব্যতা দেখা দেয় তাহলে ইলিশ চলবে কি ভাবে।নদীকে নাব্যতা ও ডুবোচর মুক্ত করতে হবে। তাহলে পদ্মায় মেঘনায় ইলিশ বিচরন করতে পারে। আমাদের মাটির নিচে অনেক খনিজ সম্পদ রয়েছে। সে গুলো সরকারি সম্পদই নয় জনগনের সম্পদ।

আজকে ইলিশ উৎসবে একটি সংকট রয়েছে, সেটা হলো তাহমিনা হারুন। সৃষ্টিকর্তা যেন তাকে বেহস্তবাসী করে। সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু যেন শহর কেন্দ্রীক না রেখে উপজেলা কেন্দ্রীক করলে সাংস্কৃতিক কার্মকণ্ডের আরো প্রসারিত হবে।

 

ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যানের অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার।

বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশ করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের শিল্পী শুভ্র রক্ষিত, রাজীব চৌধুরী, মুন্না ঘোষ, প্লাবন ভট্টাচার্য্য, এমএইচ বাতেন সহ শিল্পীরা। তারপর উদয়ন সংগীত বিদ্যালয়,বাউল শিল্পী গোষ্ঠী, নৃত্যাঙ্গনের শিল্পীদের নৃত্যানুষ্ঠান।তাছাড়া একক সংগীত পরিবেশন করে বাউল সজিব দত্ত, রাবেয়া আক্তার ও নওমী জামান।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রায়শ্রী উত্তর ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাজীগঞ্জে ৮ শত পিস ইয়াবাসহ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আটক
চাঁদপুরের তিন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ড
কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেলো তিনজনের
বিএনপি কখনোই দেশের উন্নয়নে সক্ষম হয়নি: ড. মহীউদ্দীন খান আলমগীর
শাহরাস্তিতে রাড়া মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

জেলার খবর এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।