ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি হওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪৯ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে আছেন জাতীয় দলের ক্রিকেটার মো. তাওহীদ হৃদয়, নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার, জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমাসহ আরও অনেকে। নতুন নীতিমালার আওতায় ভর্তি পরীক্ষা ছাড়াই তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
খেলোয়াড়েরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে অফিস চলাকালে উপস্থিত হয়ে নির্ধারিত ফি দিয়ে বিষয় পছন্দ ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ পূর্বক তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।