Header Border

ঢাকা, শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)

শাহরাস্তিতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে ধুম্রজাল!

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া

চাঁদপুরের শাহরাস্তিতে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে!

ঘটনার বিবরণে জানা যায়,শাহরাস্তি পৌরসভাধীন ৭ নং ওয়ার্ড শাহরাস্তি মাজার রোড আল আমিন জামে মসজিদ সংলগ্ন ৫ তলা বাড়ীর ছাঁদ থেকে পড়ে মাদ্রাসা ছাত্র জুবায়ের (১৪) মৃত্যু হয়। এদিকে জুবায়েরের মৃত্যু নিয়ে এলাকার স্থানীয় লোকজন ও ভাড়াটিয়াদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ধূম্রজাল সৃষ্টি হয়েছে।জুবায়ের হোসেনের গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার পশ্চিম গর্ন্ধব্যপুর গ্রামের মতিন মেম্বার বাড়ী। গত ১৩ ই নভেম্বর দুপুর ১২ টায় এ ঘটনা ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পাশ্ববর্তী ভাড়াটিয়া বাসিন্দা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাতার প্রবাসী নুরুল ইসলাম নুরুর পুত্র জুবায়ের (১৪) মেহার কালীবাড়িতে অবস্থিত তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। জুবায়েরের মা সুফিয়া বেগম (২৮) সহ তারা মাজার রোড এলাকায় মফিজুল ইসলাম মজিবের বাড়ীর ২য় তলায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন ১৩ নভেম্বর দুপুর ১২ টায় তার নানা বাড়ী থেকে কালীবাড়ি তাদের ভাড়া বাসায় আসলে তার মা সুফিয়া বেগম তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলে সে, দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তার ফুফাতো ভাই বাচ্ছু মিয়ার পুত্র রানা (২৬) তাকে পিছনে থেকে লাঠি নিয়ে ধাওয়া করলে মফিজুল ইসলাম মজিবের ৫ তলা বাড়ীর ছাঁদ থেকে পড়ে তার মৃত্যু হয় বলে পাশ্ববর্তী ভাড়াটিয়ারা জানান। এ বিষয়ে তার ফুফাতো ভাই বাচ্ছু মিয়ার পুত্র রানা (২৬) জানায়, জুবায়েরকে ধরে আনার জন্য তার মা সুফিয়া বেগম আমাকে বলেন, সে ছাদে গুড়ি উড়াতে গিয়েছে, আমি তাকে ছাঁদ থেকে ধরে আনতে গেলে সে ছাঁদ থেকে পড়ে যায়। তাকে আমরা উদ্ধার করে শাহরাস্তি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে দাউদকান্দি কাছাকাছি গেলে তার মৃত্যু হয় । এদিকে নিহত জুবায়ের বাবা কাতার প্রবাসী নুরুল ইসলাম নুরু ছেলের মৃত্যুর সংবাদে কাতার থেকে দেশে আসছেন, তারপর লাশ দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মো: শাহপরান জানান, জুবায়ের ৩ মাস আগে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়। সে ভালো ও ভদ্র ছাত্র ছিল। ঘটনার দিন সে মাদ্রাসায় আসেনি। রাতে তার ফুফাতো ভাই রানা ফোনে জানায় সে মারা গেছে।এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি, থানার উপ-পরিদর্শক এস আই মহসিন ও সঙ্গীয় ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ফুফাতো ভাই রানাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
যশোরের নতুন এসপি মাসুদ আলম
যমুনা নদীর ভাঙ্গন: নিলামে বিক্রি হলো প্রাথমিক বিদ্যালয়, হুমকিতে শতাধিক পরিবার
শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কোটি টাকা আত্নসাৎ ও নিজের অপকর্ম ঢাকতে খোরশেদ দ্বিতীয় বিয়ে সহ মিথ্যাচার করছে
শাহরাস্তিতে অনুদানের চেক বিতরণ, চুরি ও বিভিন্ন অনিয়ম রোধে আলোচনা সভা সম্পন্ন
শাহরাস্তিবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিঃ মকবুল হোসেন

সারাদেশ এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ড. মোয়াজ্জেম হোসেন, সম্পাদক মন্ডলীর সভাপতি: এ্যাড. মো. হেলাল উদ্দিন, সম্পাদক: অধ্যাপক মো. শাহাদাত হোসেন, নির্বাহী সম্পাদক: মো. ওমর ফারুক দর্জি, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল কতৃক সেন্ট পলস ক্যাথিড্রাল লন্ডন থেকে প্রকাশিত
বাংলাদেশ অফিস: (অস্থায়ী) শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীণরোড, ঢাকা-১২০৫