শাহরাস্তিতে গ্রীন গার্ডেন ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে, পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল দুপুরে শাহরাস্তি উপজেলার সুশ্রীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিনপুর বাজার চৌরাস্তার দক্ষিণ পূর্ব পাশে গ্রীন গার্ডেন ব্যবসায়ী সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বিনোদন কেন্দ্র গ্রিন গার্ডেন পার্কের শুভ উদ্বোধন করা হয়।
ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও খালেদ সাইফুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ মুজিব রহমান খান, তিনি তার বক্তব্য বলেন যে যাই করেন না কেন দেশের প্রচলিত আইন সমবায় আইন মেনে চলবেন দুটাই আপনারা অনুসরণ করবেন আপনারা আইনে থাকলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে কোন অসুবিধা হবে না।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সমবায় অফিসার মোঃ মোতালেব খান, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামছুল আলম ভুলু, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আহসান হাবিব, পরিচালক কোভির হোসেন, ওমর ফারুকসহ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর জব্বার খোকা, উদ্যোক্তা, গণমাধ্যম কর্মী, এলাকার বিশিষ্ট জন, সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। ।
বর্তমানে সমিতির কার্যক্রমে যুক্ত হবে সুস্থ্য ধারার বিনোদন, রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টার, গার্ডেন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার, গ্রীন গার্ডেন মিনি মার্কেট (পার্কের ভিতরে অবস্থিত),গ্রীন গার্ডেন আবাসন প্রকল্প। উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য খুলে দেওয়া হবে।