Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

আইসিসির মাসসেরা সাকিব

ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল মাসজুড়ে বাইশগজে আলো ছড়িয়েছেন তিনি। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক রেকর্ড। এবার অসাধারণ সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন টাইগার অলরাউন্ডার।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন সাকিব। মার্চ মাসের সেরা হতে বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

গেল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।

গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের। দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব আল হাসান।

মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। তবে সেরার কাতারে রাখছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজকে। দলগত নৈপুণ্যে এমন সাফল্য এসেছে বলে মনে করেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
পাকিস্তান এই প্রথম ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে
১ বলও না খেলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড
এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি মুর্তজা
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছে পরিদগঞ্জ উপজেলা পরিষদ
বিধিনিষেধ আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ
করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ১২৯২

খেলাধুলা এর আরও খবর

সম্পাদকঃ ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা