ধনকুবের ইলন মাস্ক এবার ইমেইল সেবা ব্যবসায় নামছেন। এক্সমেইল নামে এটি শিগগির বাজারে আসবে। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি মোগল।
মাস্কের সমাজমাধ্যম এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির কল্যাণে এ খবরটি জানা গেছে। এক্সে সম্প্রতি এক টুইটে ম্যাকগ্রেডি জানতে চান, কবে আসছে এক্সমেইল?
ম্যাকগ্রেডির প্রশ্নের জবাবে মাস্ক জানান, সেবা দিতে এক্সমেইল প্রস্তুত। ব্যবহারকারীরা যাতে সেরা ইমেইল পরিষেবা পান সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জিমেইল। ওই তারিখের পর থেকে আর ইমেইল পাঠানো যাবে না। কোনো ই-মেইল ঢুকবেও না। এমনকি স্টোরেজও ফাঁকা হয়ে যাবে।
গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক্সে গুগল জানিয়েছে, জিমেইল থাকতে এসেছে। অর্থাৎ জিমেইল সহসা বন্ধ হচ্ছে না।
সূত্র : হিন্দুস্তান টাইমস