শাহরাস্তি প্রতিনিধি

চাঁদপুর-৫(হাজীগঞ্জ- শাহরাস্তি)নির্বাচনী এলাকার সংসদ সদস্য,মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর ( অব:) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গেল ১৭ মে, বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংসদের বাসভবনে এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাবের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর আলম রতন,প্রেসক্লাব সদস্য জাহাঙ্গীর আলম হ্নদয় ও সাংবাদিক ফিরোজ বেপারী।