Header Border

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)

তিন দিনের তাবলিগ জামাতে জিয়াউল হক পলাশ

বিনোদন ডেস্ক
কিছুদিন আগে বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম। গেল শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতারা। তবে দেখা যায়নি কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে। যা নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছে নেটদুনিয়ায়।

জানা গেছে, হাবু ভাইয়ের বিয়ের সময়টাতে ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। আর সেকারণে বিয়েতে উপস্থিত হতে পারেননি তিনি।

চাষী আলম জানিয়েছেন, ‘কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন। সন্তান জন্মের আগে সে নিয়ত করেছিল তাবলীগে যাবেন। আমার বিয়ের দিন ভোরে সে তিন দিনের জন্য বাড়ি থেকে বের হয়। তাই পলাশ বিয়েতে আসতে পারেনি। আমার স্ত্রীকে ঘিরে এসব অবান্তর গুজবের প্রশ্নই ওঠে না।’

এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টোরি পোস্ট করেন পলাশ। ছবিতে দেখা যাচ্ছে, মসজিদের পাশে বসে পাঞ্জাবি-টুপি মাথায় সেলফি তুলছেন পলাশ।

এছাড়া আরও একটি ছবিতে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পলাশ।

জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলীগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গেল ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

 

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি
আলোর মুখ দেখা নিয়ে সংশয়ে জায়েদ-সায়ন্তিকা জুটির সিনেমা
সিনেমায় ‘অশ্লীল’ চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন পূর্ণিমা!
১ মিনিটে উর্বশী নেন ১ কোটি ৩২ লাখ!
দোস্ত দুশমনে ক্যাডার হবেন অনন্ত-তায়েব, বর্ষা পুলিশ
সুস্থ হয়ে যে ব্যবস্থা নিবেন তমা মির্জা!

বিনোদন এর আরও খবর

উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা সম্পাদক: অধ্যাপক মোঃ আবুল কালাম, প্রধান সম্পাদক: রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা।
কার্যালয়: গ্রীন রোড, কাঁঠাল বাগান, ঢাকা ।