Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

১ বলও না খেলেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের নবম স্থানে শেষ করেও নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া বা ভারতের মতো দলের ঝুলিতেও নেই যে বিশ্বরেকর্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামার সাথে সাথে বিশ্বক্রিকেটে নতুন রেকর্ড গড়ল সাকিব বাহিনি।

আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে ১২টি দেশের। বাংলাদেশ ছাড়াও টেস্ট ক্রিকেট খেলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। প্রথম দেশ হিসেবে বাকি ১১টি দেশের বিরুদ্ধেই টেস্ট খেলা হয়ে গেল বাংলাদেশ টেস্ট দলের। মঙ্গলবার টস হওয়ার পরই নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে এর আগে টেস্ট খেলেছিল আফগানিস্তান ইংল্যান্ড এবং পাকিস্তান। অর্থাৎ, বাকি আটটি দেশ আইরিশদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেট খেলেনি। তারা এখনো পর্যন্ত ১০টি দেশের বিরুদ্ধে টেস্ট খেলেছে। অন্য দিকে আফগানিস্তান এখনও ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেনি। ফলে এই তিন দেশেরও সব দেশের বিরুদ্ধে টেস্ট খেলার নজির নেই। একমাত্র বাংলাদেশই বাকি ১১টি দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ধরে এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৩৭টি পাঁচ দিনের ম্যাচ। তার মধ্যে তারা জিতেছে ১৬টি টেস্ট। অমীমাংসিতভাবে শেষ করেছে ১৮টি টেস্ট। বাকি ১০২ টেস্ট হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হয়েছে মঙ্গলবার।

প্রিয় পোষ্ট সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


আপনার মতামত লিখুন :

আরও পড়ুন
সাবিনা-সানজিদাদের বেতন সমস্যার সমাধান দিলো ফিফা
৩৩ বলে সেঞ্চুরির রেকর্ড
শর্তসাপেক্ষে জাতীয় ক্রিকেট দলের স্পন্সর রবি
১০০০তম ম্যাচে বছরের প্রথম গোলে রোনালদোর নতুন উদ্‌যাপন
ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকে আর্জেন্টিনা
টি-টোয়েন্টির সুপারস্টাররা বিপিএলে

খেলাধুলা এর আরও খবর

সম্পাদক: অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান সম্পাদক: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রকাশক: আবু সাঈদ ইকবাল মাসুদ সোহেল, মিডিয়া ভিশন লন্ডন থেকে প্রকাশিত।   ঢাকা কার্যালয় (অস্থায়ী): শহীদ ভিলা, বাসা- ২৫, কাঠালবাগান, গ্রীনরোড, ঢাকা-১২০৫