চট্রগ্রাম প্রতিনিধি
চট্রগ্রাম শহরের বাকলিয়া থানাধীন চরচাক্তাই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে ৪ হাজার ৩ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছেন চাঁদপুরের শাহরাস্তির মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সৌহরাভ হোসেন সৌরভ (৩৫)। তার পিতার নাম বেলায়েত হোসেন, গ্রাম : দক্ষিণ দেবকরা,( চাঁদগাজী বাড়ি), ওয়ার্ড নং ০৭, মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদ, শাহরাস্তি, চাঁদপুর। তিনি মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ( দক্ষিণ দেবকরা) গ্রামের ইউপি সদস্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তর সূত্রে জানায়, গত ১৭ ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চরচাক্তাই শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তর।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক মো: হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর (পরিদর্শক) ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ৩ টায় চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনে কক্সবাজার থেকে শাহরাস্তি, চাঁদপুর এলাকায় পাচারকালে আসামী সোহরাব হোসেন সৌরভ (৩৫) কে ৪,৩৮০ পিস ইয়াবা ইয়াবা সহ গ্রেফতার করে। আটককৃত ইউপি সদস্য সৌহরাভ হোসেন সৌরভ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।